বগুড়ার শাজাহানপুর উপজেলায় আব্দুল আহাদ (৩৮) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১২ টার দিকে তার শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু নেপথ্যে মদ্য পানের ধারণা করা হচ্ছে।নিহত আব্দুল আহাদ উপজেলার আড়িয়া ইউনিয়ন কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের ইউসুফ ফকিরের ছেলে। শারীরিক অসুস্থতা কারণে দীর্ঘ অবিবাহিত থাকার পর অল্প কিছু দিন আগে রাজশাহীতে গোপনে এক নারীকে বিবাহ করেন। সে স্থানীয়দের জমি র্সাভেয়ারে কাজের সঙ্গে যুক্ত ছিলেন।স্বজনরা জানায়, প্রতিদিনের মত গতকাল রাতে ঘুমায় কিন্তুু অনেক বেলা ঘুম থেকে না উঠায় দরজা ভেঙে ভিতরে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। স্বজনরা আরো জানান, আহাদের নিশা করার বদ স্বভাব ছিল।স্থানীয় ইউপি সদস্য মুরাদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আহাদ মদ্যপানে আসক্ত ছিল। নিশাগ্রস্ত হওয়ার কারণে তাঁর শরীর দীর্ঘ দিন ধরে রোগাক্রান্ত।এ ব্যাপারে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।