Logo




শাজাহানপুরে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার সাজাপুর পন্ডিত গ্রামের আফতাব আলী ওরফে পেতার(৫০) এর স্ত্রী রেহেনা খাতুন(৪৮)কে হিরোইনসহ গ্রেফতার করা হয়। সোমবার বিকেল ৫টায় উপজেলার ফুলতলা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশের চৌকস অফিসার আরমান হোসেন ছাম্মাকের নেতৃর্ত্বে এসআই জীবন নিসা, এএসআই শামীম হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৩গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে।জানাগেছে, কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী পেতারের নামে ১০টির বেশি মাদক মামলা রয়েছে এবং স্ত্রী রেহেলার নামে ১হালির অধিক মামলা রয়েছে। তার মেয়ে জামাইসহ পরিবারের সকল সদস্য হিরোইন ব্যবসায়ী। শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আরমার হোসেন জানান, তাকে নিয়োমিত মামলায় আসামী হিসেবে জেল হাজুতে প্রেরণ করা হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com