Logo




বগুড়ায় “শবযাত্রায় দূরত্ব” বই এর মোড়ক উন্মোচন

প্রেস রিলিজঃ“
আপডেট করা হয়েছে : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
ছবি: সংগৃহীত

শবযাত্রায় দূরত্ব” নামক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বগুড়া শহরের সূত্রপুরে সময় টেলিভিশন অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাংবাদিক মাজেদ রহমানের প্রথম এই কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক বজলুর করিম বাহার, টি এম এস এস এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, বগুড়া আজিজুল হক কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম।বগুড়াস্থ জয়পুরহাট কল্যান ট্রাস্টের সভাপতি এবং আজিজুল হক কলেজের সাবেক ভিপি আহসানুজ্জামান চৌধুরী সুইন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন সভায় বক্তব্য রাখেন বগুড়া টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি জিএম সজল,বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, জয়পুরহাট লেখক ফোরাম এর সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিক কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শবযাত্রায় দূরত্ব বই এর লেখক সাংবাদিক মাজেদ রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাচিক শিল্পী অলোক পাল।বক্তব্যে সাংবাদিক মাজেদ রহমান বলেন বলেন সংবাদ সংক্রান্ত বিভিন্ন স্থানে কাজ করতে গিয়ে সমাজের অসঙ্গতি, প্রেম,দ্রোহ তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। সেই সব নিয়ে তাঁর এই প্রথম এই প্রকাশনা। ভবিষ্যতে ভুলভ্রান্তি শুধরিয়ে আরো লেখা নিয়ে আসতে চান পাঠকের সামনে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com