Logo




ধুনটে চোলাই মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে (৩৫) এক লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট সদর দুর্গামন্দিরের পাশ থেকে তাঁকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ধুনট শহর এলাকা থেকে মদ্যপ অবস্থায় একটি অটোভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পুলিশ ধুনট সদর দুর্গামন্দিরের পাশ থেকে তাঁকে আটক করে। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই জাহাঙ্গীর আলমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানায় আটক থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com