বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আকাশ খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। তিনি ছাত্রলীগের আজিজুল হক কলেজ শাখার সদস্য ও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল রোববার রাতে আকাশের বিরুদ্ধে ধুনট থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা। রাতেই পুলিশ বগুড়ার একটি ছাত্রাবাস থেকে আকাশকে গ্রেপ্তার করে। আকাশের বাড়ি উপজেলার একটি গ্রামে। ধুনট থানাহাজতে থাকা অবস্থায় তিনি তাঁর ছাত্রলীগের পদ নিশ্চিত করেন।
এজাহারের বরাত দিয়ে ধুনট থানা-পুলিশ জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ওই স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয় আকাশের। গত ২৭ ফেব্রুয়ারি রাতে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে একটি ধর্মীয় অনুষ্ঠানে যান তার মা–বাবা। বাড়িতে এ সময় কেউ না থাকায় আকাশ ওই স্কুলছাত্রীকে দেখা করার কথা বলে কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে যান।
সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রী কান্নাকাটি করলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আবার বাড়িতে রেখে যান। পরের দিন সকালে স্কুলছাত্রীর কাছ থেকে ঘটনা জানতে পেরে তার বাবা ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য আজ সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।