নাটোরের গুরুদাসপুরে বাড়িতে একা পেয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়ানুছ আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, রোববার সকালে শিশুটির বাবা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। শিশুটির মা মেয়েকে বাসায় রেখে প্রতিবেশীর বাড়িতে যায়। এই সুযোগে প্রতিবেশী ইয়ানুছ আলী বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষণ চেষ্টাকারী ইয়ানুছ আলী পালিয়ে যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ দুপুরে ধর্ষণ চেষ্টাকারী ইয়ানুছ আলীকে আটক করে। আটককৃত ইয়ানুছ আলী একই এলাকার লছের উদ্দিনের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইয়ানুছ আলীর বিরুদ্ধে মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছে। এ মামলায় তাকে নাটোর কোর্টে পাঠানো হয়েছে।