Logo




৯৯৯-এ ফোন, প্রাণে বাঁচল লিফটে আটকা কিশোর

স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ১৪ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে লিফটে আটকা পড়েছে আমির হামজা (১৩) নামে এক কিশোর। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার এক ঘণ্টার পর ওই কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার (১৪ মার্চ) অসুস্থ মাকে ক্লিনিকে দেখাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর। 

স্বজনেরা জানান, কিশোর আমির হামজার মা ভর্তি আছেন একটি বেসরকারি ক্লিনিকে। রোববার বেলা ১১টার দিকে লিফটে মায়ের কাছে যাওয়ার সময় ঘটে বিপত্তি। বিদ্যুৎ চলে গেলে প্রায় একঘণ্টা আটক থাকে সে। পরে বেলা ১২টার দিকে জেলা শহরের রেড ক্রিসেন্ট ও সুপার ক্রিসেন্ট হাসপাতাল ভবনের ৩য় তলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। 

আমির হামজা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোহাম্মদ ইব্রাহীমের ছেলের ও চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। 

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অফিসের  লিডার জুয়েল মিয়া বলেন, আমরা ৯৯৯ থেকে কল পেয়ে হাসপাতালটিতে ছুটে আসি। ছেলেটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। সে এখন সুস্থ আছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com