Logo




সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের দাফন সম্পন্ন বগুড়ায়

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
জাহাঙ্গীর হোসেনের

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাট সোনা দেউল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় আলিয়াহরহাট রোকেয়া-ছাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, থানার অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুর ১টায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, শিবগঞ্জে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সা. সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, আটমুল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com