রোববার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। রোজাদারদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে লকডাউনের মাঝেই আজ খুললো দোকান ও শপিংমল। শর্ত সাপেক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসা করা যাবে বলে শর্ত থাকলেও তাতে পরিবর্তন এলো। স্বাস্থ্যবিধি রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
ঈদ মৌসুমে ব্যবসায়ীদের জীবন-জীবিকা বিবেচনায় গেল শুক্রবার দোকান ও শপিংমল খুলতে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রথম দিনের শুরুতে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় কাটে কর্মচারীদের।
স্বাস্থ্যবিধি প্রতিপালনে মার্কেট ব্যবস্থাপনা কমিটি নানা ব্যবস্থা নিয়েছে। এর আগে ১৪ এপ্রিল থেকে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ব্যবসায়ীরা বলছেন, রোজার মধ্যে ইফতারের পরেই অনেকেই শপিং করতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত জানালো প্রশাসন।