বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত। তারই অংশ হিসেবে গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা দেশে চলমান করোনা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গোটা দেশের মানুষ যদি যথাযথভাবে তাহলে অতি সহজেই দেশে করোনা মোকাবেলা সম্ভব হবে। রবিবার বিকেলে বগুড়া কালিতলায় স্থানীয় মাঠে বগুড়া জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত করোনা প্রতিরোধে বগুড়ার বিভিন্ন পেশাজীবীর নারী-পুরুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজ সেবক রেজাউল করিম রিয়াদ, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাছুবুর রশিদ জিমু, জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহম্মেদ, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য আজিজুল ইসলাম, নিজুম আনসারী নাহিদ, আওয়ামীলীগ নেতা আহসানুল হক সুমন, সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ নেতা নোমান আল সাব্বির,মাছুম বিল্লাহ, প্লাবন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সরকারী স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।