বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে মাসিক ভিজিডির চাল বিতরন করা হয়েছে। রবিবার সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এ সময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি সচিব আজমল হোসেন দুলাল, ইউপি সদস্য ইমদাদুল হক দুলাল, নজমল হোসেন মজো, সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বেগম, আঃ মোমিন প্রমুখ।সরকারী স্বাস্থ্যবিধী মেনে এবং করোনা সুরক্ষায় প্রত্যেকের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।