বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে। যুব উন্নয়ন অফিসারের কার্যলয়ের বাস্তবায়নে উপজেলার ২৫ জন যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ২২শে জুন থেকে ১১ জুলাই ১৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা ডেভল্পমেন্ট ফ্যাসিলিটেটর (জাইকা) মোঃ আহসান হাবিব। প্রশিক্ষণ প্রদান করেন বগুড়া জেলা যুব উন্নয়ন কেন্দ্রের ইলেক্ট্রনিক্স ইন্সট্রাক্টর আজাহারুল ইসলাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক (মোবাইল সার্ভিসিং) হারুনুর রশিদ। প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২৫ যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে মোবাইল সার্ভিসিং উপর দক্ষতা অর্জন করে বেকারত্বর অভিশাপ থেকে মুক্ত হয়ে কর্মজজিী হওয়ার লক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।