বগুড়ার শাজাহানপুরের নয়মাইল এলাকায় সড়ক
দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা কর্তৃক বাস ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগ নেতা-কর্মিদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
সোমবার ২৫ জুলাই আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম এবং
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, গত
২২ জুলাই রাত সাড়ে ৮’টার দিকে নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা এ.জে এণ্টারপ্রাইজ এবং শাহ্ ফতেহ আলী পরিবহণের দুটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এ ঘটনায় গত ২৪
জুলাই শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় আড়িয়া ইউনিয়নের ৯’নং ওয়ার্ড
আওয়ামীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৩’নং ওয়ার্ড
আওয়ামীলীগ সদস্য আইয়ুব আলী এবং জেলা তাঁতীলীগ সদস্য সোহাগকে আসামী করা হয়েছে।
এসব নেতা-কর্মিরা ওই ভাংচুরের সাথে জড়িত ছিলনা দাবি করে বিবৃতিতে বলা হয়, নেতা-কর্মিদের নামে দায়েরকৃত হয়রানীমূলক মামলা
প্রত্যাহার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।