গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় এক মুদি দোকানের গোডাউন থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সোমবার) সকালে বোর্ডবাজারস্থ মা জেনারেল স্টোরের গোডাউন থেকে তেল, চিনি, ডাল জব্দ করে মেট্রোপলিটন পুলিশ।এর আগে, অজ্ঞাত একজন ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানান। পরে ৯২ লিটার তেল, ৯৮ কেজি চিনি ও ৯২ কেজি ডাল জব্দ করা হয়।এ সময় দোকানের মালিক শাহীনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরের এক সহকারী জড়িত রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।