সিসিটিভির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমরে খবরে বলা হয়, ১৩৩ জন যাত্রী বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন লেগে যায়। এদিকে এ দুর্ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানি হয়েছে কি না, এখন পর্যন্ত তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনে এই বিমান দুর্ঘটনার একটি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফুটেজটি দুর্ঘটনায় পড়া বিমানটির কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সিসিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।