নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ ইউসুফ আলীর হাত-পা বাঁধা ও চোখ উপড়ে ফেলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে আন্দারিয়াপাড়া গ্রামের ওই জমি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শিশু মোহাম্মদ ইউসুফ আলী মান্দা উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের রেজাউল ইসলাম ছেলে।পুলিশ জানায় রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয় ইউসুফ আলী। সন্ধ্যায়ও সে ফিরে না এলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায়নি। সোমবার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে গ্রামের লোকজন একই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ইউসুফ আলীর লাশ দেখতে পেয়ে সংবাদ দেয়। এরপর পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, শিশু ইউসুফ আলীর হাত-পা বাঁধা ছিলো। এছাড়াও তার চোখ উপড়ে ফেলা হয়েছে। তাকে কেন হত্যা করা হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।