আগামী ২০ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, তবে মূল সেতুতে নয়, সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে। সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে পুনরায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।