Logo




ঈদের আগে অস্থির মসলার বাজার

ডেস্কঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০২৩

সোমবার (২৬ জুন) চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজার ঘুরে দেখা যায়, এ বাজারে মসলার দাম বাড়ায় প্রভাব পড়ছে খুচরা বাজারেও। তবে কমেছে পেঁয়াজের দাম।কোরবানির আগে আবারও নিয়ন্ত্রণের বাইরে দেশের মসলার বাজার। লাগামহীন হওয়ায় আবারও নাভিশ্বাস ভোক্তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কয়েকদিনের ব্যবধানে জিরা কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা জানান, ভারত, ইরান, তুরস্ক আফগানিস্তান থেকে জিরা আসলেও; আমদানি কমায় বেড়েছে দাম। ২০ থেকে ৩০ টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকায়। একইভাবে লবঙ্গের দাম বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৪৪০ টাকায়।বিক্রেতারা বলছেন, গতকাল থেকে এলাচের দাম একটু বেড়েছে। প্রতি কেজি এলাচ ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিজনিত কিছু জটিলতার পাশাপাশি ডলার সংকট ছিল। এছাড়া যে সব দেশ থেকে এসব পণ্য আমদানি করা হয়, সেখানে পণ্য উৎপাদনের হার তুলনামূলক কম।এদিকে বাজারে ঊর্ধ্বমুখী আদা ও রসুনের দাম। ভারতীয় রসুন ৫ থেকে ১০ টাকা বেড়ে ৮০ থেকে ৮২ টাকা বিক্রি হচ্ছে। আর চীনের রসুন বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৫৫ টাকায়।ক্রেতারা বলেন, এখন পেঁয়াজ-আদা-রসুনের বাজার অনেকটা অস্থির। মূলত পণ্যের সরবরাহ কম দেখিয়ে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা।আর বিক্রেতারা বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি কেজিতে দাম কমেছে ৫ টাকা পর্যন্ত। তবে আদা ও রসুনের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com