ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের দেবিডাঙ্গা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহিদুল ইসলাম ও মর্জিনা বেগম দম্পতি বড় ছেলে মতিউরকে হারিয়ে অপর দুই সন্তান শামিমুর রহমান ও সাইফুন আক্তারকে নিয়েই দিন কাটাচ্ছিলেন। দীর্ঘ একুশ বছর পর ছেলে জীবিত রয়েছে এবং সে ভারত থেকে মঙ্গলবার (২৭ জুন) দিনাজপুর জেলার হিলি স্থল বন্দর দিয়ে ফিরবে এমন খবরে একদিকে আবেগ আরেকদিকে আনন্দে দিন কাটছে তাদের। এখন অপেক্ষা হারানো সন্তানকে বুকে জড়িয়ে নেয়ার।সহিদুল ইসলাম (৬৫) জানান, প্রায় মাস ছয়েক আগে হঠাৎ এক ব্যক্তির ফোন করলে জানতে পারেন ছেলে মতিউর জীবিত ও ভাল আছেন। সে ভারতের একটি সংগঠনের কাছে আছে। মঙ্গলবার সকালে হিলি বন্দর দিয়ে মতিউরকে নিয়ে আসবেন সেই সংগঠনের সহকারী চিকিৎসক নিখিল শর্মা। মতিউরের কিছুটা মানসিক সমস্যা ছিল। এখন সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।ফোনে মতিউরের খোঁজ পাওয়ার পরেই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সহিদুল ইসলাম। এরপর ছেলে ফেরত আসার বিষয়টি চূড়ান্ত হয়। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারে লোকজন ও আত্মীয় স্বজনদের নিয়ে দিনাজপুরের হিলিতে অপেক্ষা করবেন বলেও জানান তিনি।