বগুড়ায় চেক প্রত্যাথ্যান মামলায় শহরের সাজেদা নিউ মার্কেটের ব্যবসায়ী ওবেদা কুথ স্টোরের প্রােপাইটর মােঃ আব্দুল গফুর ওরফে মানিককে ১ বছরের সশ্রম কারাদন্ড জজ শাহনাজ পারভীন এই মামলার রায় প্রদান করা হয়েছে। ২০ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। গতকাল বগুড়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা শহরের ঠনঠনিয়া তেতুলতলার মৃত শামসুর রহমানের ছেলে। মানিক জামিনে গিয়ে পলাতক আছেন এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যবকর হবে। মামলা সূত্রে জানাগেছে, বগুড়া শহরের লতিফপুরের মৃত জমশেদ আলীর ছেলে ও শহরের রহমানিয়া নিউ মার্কেটের সজীব বস্ত্রালয়ের প্রেপাইটর মােঃ জালাল উদ্দিন কর্তৃক দায়েরকৃত এই মামলার অভিযেগে বলা হয়েছে যে, সেপ্টেম্বর আব্দুল গফুর (মানিক) ২০ লাখ টাকা কর্জ হিসেবে গ্রহণ করে। কর্জের ওই টাকা পরিশোধের জন্য ঢাকা (মানিক) এর নামীয় ব্যাংক হিসেবের ২০ কর্জের টাকা পরিশোেধের জন্য পাওনাদার জালাল উদ্দিন বরাবর প্রদান করে। পাওনাদার জালাল উদিন ওই ব্যাংক চেকটি নগদায়নের জন্য আসামীর নামীয় ব্যাংক হিসেবে জমা দিলে আসামী আব্দুল গফুর মানিক নামীয় ব্যাংক হিসাবটি কাসড জনিত কারনে ব্যাংক হতে ১৭ সেপ্টেম্বর চেক ফেরতের স্মারকপত্র মূলে বাদি জালাল উদ্দিনকে ফেরত প্রদান করেন। বাদি জালাল উদ্দিন আসামি মানিকের প্রতি লিগ্যাল নােটিশ দেয়ার পরেও বাদী জালাল উদ্দিনের পাওনা ওই টাকা পরিশোেধ না করায় তিনি বাদি হয়ে আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।