Logo




রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

ডেস্কঃ ‍রিপোট
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ায় এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনায় ঘটে।আহতের নাম নূর মোহাম্মদ। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় আহতের আপন বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন ।হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এ ব্যাপারে বগুড়ার আদালতে মামলাও বিচারাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামারগাড়ী রেলঘুমটির কাছে তার বাবার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ।এসআই দুলাল হোসেন বলেন, আহত নূর মোহাম্মদের অবস্থা এখন আশংকামুক্ত। এ ঘটনায় একজন আটক আছে। প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা নিয়ে বিরোধে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com