Logo




লাহিড়ীপাড়ায় পল্লী চিকিৎসককে মারপিট— থানায় অভিযোগ

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে এক পল্লী চিকিৎসককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
বগুড়া সদর থানায় অভিযোগ সূত্র জানা যায়, লাহিড়ীপাড়া ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র ভবানীগঞ্জ বন্দরের পল্লী চিকিৎসক মোকতাদেরুল ইসলাম মুকুল। সে গত ১৩/৯/২৪ ইং তারিখ রাত অনুমান সাড়ে ১০ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফিরছিলেন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ভবানীগঞ্জ জামে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছা মাত্রই চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাকে হামলা করে রক্তাক্ত জখম করে। জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জের ধরে একই এলাকার মোজাম ফকিরের পুত্র জিন্নাহ মিয়া(৪৫) এর হুকুমে ও চাঁন মিয়ার পুত্র বাবু মিয়া(৪০) এর নেতৃত্বে অজ্ঞাত আরো ৫/৭ জন সন্ত্রাসী নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসা শেষে বাড়ি এসে থানায় ২জন এজাহার নামীয় ও আরো ৫/৭ জনকে অজ্ঞাত নামা করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে থানার এস আই নূর জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি বাদী জানিয়েছেন ভুক্তভোগী মোকতাদেরুল ইসলাম মুকুল।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com