Logo




বগুড়ায় অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

রন্জু স্টাফঃ রিপোর্টার
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার শাজাহানপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের শাকপালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই মহিলা কয়েক দিন যাবত শাকপালা ও তার আশপাশে পাগলীর বেশে ঘোরাফেরা করছিলেন। রাস্তার পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, নিহত ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী বা ভারি কোন যানবাহন তাকে ধাক্কা দিতে পারে। মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com