Logo




বগুড়া সদরের ২শত বস্তা সরকারি চাল জব্দ

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ২শত বস্তা চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। অভিযান পরিচালনাকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমতবালার মৃতঃ রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ‌ সময় সালেকের বাড়ী তল্লাশি চালানো হলে দুইটি পাকা ঘর থে‌কে ২০০ বস্তা চাল জব্দ ক‌রা হয়। তিনি আরো বলেন, ‘অভিযান চলাকালে বাড়ীর মালিক সালেক উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর এসব ব্যবসার সাথে কোন মহল জড়িত তা পুলিশ তদন্তের মাধ্যমে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন। স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ভ্যান করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ীর দুইটি ঘরে রেখে দেন। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য ঘ‌রে মজুত ক‌রে রেখেছে। যা প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন। অভিযানে খাদ্য কর্মকর্তা এবং জেলা পুলিশ সহয়তা করেন। এ রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্ত সালেক মিয়াকে পুলিশ আটক করতে পারেনি। 

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com