বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিকে সঙ্গে নিয়ে নেতৃবৃন্দদের আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের জন্য গৃহীত নানা পরিকল্পনা নিয়েও আলোচনা করেন যুবদল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া যেখান থেকে সর্বদাই দলের যেকোন প্রয়োজনে নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে অংশ নিয়েছেন। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বগুড়া জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নিজেদের সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিয়েছেন। দলের জন্য ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে বগুড়া যুবদলে যে নেতৃত্ব আনা হয়েছে তাদের বিশ্বাস আগামীতে বগুড়া যুবদল পরিবার হবে সারাদেশের মাঝে মডেল সংগঠন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার যুবসমাজ আগামীদিনে সর্বদা রাজপথে দলের প্রয়োজনে নিবেদিত থাকার পাশাপাশি সর্বোপরি সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।