Logo




অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শিশু শিবগঞ্জে কৃষকের বাড়িতে আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

গোলজার রহমান শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিবার গভীর রাতে বগুড়ার শিবগঞ্জের পল্লীতে কৃষকের বসত বাড়িতে আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পঁওতা নয়াপাড়া গ্রামের কৃষক হবিবর রহমানের ছেলে কৃষক জিয়াউর রহমান এর বসত বাড়িতে গত রবিবার দিবাগত রাতে বিদ্যুৎ এর শর্ট সার্কেট থেকে আগুণের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কৃষক হবিবর রহমান বলেন আমার একমাত্র পুত্র সন্তান জিহাদ রহমান (১২) কে শয়ন কক্ষে ঘুমিয়ে রেখে পার্শ্ববর্তী বাড়িতে মজলিশ খাওয়ার জন্য গেলে আগুনের শিখা দেখে আমি সহ গ্রামের লোকজন ছুটে এসে আমার সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করি। ততক্ষনে আমার ছেলের শরীরে আগুন ধরে ফোসকা পরে। রাতেই তাকে স্থানীয় ভাবে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগুন লেগে আমার বাড়ির আসবাবপত্র ধান, চাল, টিভি, সৌর বিদ্যুৎ, ঘরের টিন, নগদ টাকা, বই খাতা, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম রূপম ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com