Logo




শনিবার রাজ্জাক স্মরণে চলচ্চিত্র পরিবারের দিনব্যাপি আয়োজন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক এর স্মরণে আগামী শনিবার দিনব্যাপি কর্মসূচি পালন করবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। ২৬ আগষ্ট শনিবার সারাদিন কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোওয়ার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে পরিচালক সমিতির সাধারন সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘নায়ক রাজ রাজ্জাক স্মরণে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা হবে সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে। এছাড়া সকাল থেকেই চলবে বিএফডিসি মসজিদে কোরআন খতম।’

নায়ক রাজ রাজ্জাক ছিলেন শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। অন্যদিকে তিনি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালকও। সে জন্য তাকে নিয়ে আলাদা আলাদা প্রোগ্রাম না করে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com