দেশে সামরিক শাসন আনতেই ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নয়, দেশে সামরিক শাসন আনতেই ষোড়শ সংশোধনীর রায়ে এই ধরণের পর্যবেক্ষণ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ রায় যুক্তিনির্ভর নয়, তাই এ রায় অগ্রহণযোগ্য। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও ত্রুটিযুক্ত।
তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগ জনগণের অভিভাবক নয়, সংবিধানের অভিভাবক। আজকে বিচার বিভাগকে জনগণের অভিভাবক বলা হচ্ছে, এটা দুঃখজনক। সংসদের হাতে বিচারপতিদের অপসারণের যে আইন ছিল সেটিই বিচারপতিদের সুরক্ষা দেয়।