ইউটিউব ও ফেসবুকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শিয়া সম্প্রদায়ের মতো ব্লেডের চাবুক দিয়ে বুকে-পিঠে আঘাত করে হায় মুজিব হায় মুজিব বলে আহজারি করছে। ভিডিওটির পেছনের ব্যানার দেখে ধারনা করা হয়েছে এটা চট্টগ্রাম শহরের কোন এলাকায় ধারন করা। বাংলাদেশ এ্যফেয়ার্স নামের একটি ইউটিউব চ্যানেলে এটি আপলোড হয়েছে।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই নেতাকর্মীরা মানববন্ধন আয়োজন করে। এ সময় এক নেতা রক্ত ঝরানোর ঘোষণা দিয়ে শোকের মাতম শুরু করেন। তারা ‘জয় বাংলা’ ও ‘হায় মুজিব’ বলে স্লোগানও দেন। তবে মাতম করা নেতাকর্মীদের পরিচয় এখনও জানা যায়নি। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিরুপ মন্তব্য করেছেন। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মনে করছেন অনেকে।