ক’দিন ধরেই বেশ অদ্ভূত রকমের কিছু স্থিরচিত্র শেয়ার করছেন বলিউড তারকা সানি লিওন। এবার রীতিমতো আঁতকে ওঠার মতো একটি ভিডিও প্রকাশ করেছেন এই সুন্দরী।
নতুন ছবির প্রয়োজনে এমন মেকআপ ব্যবহার করছেন বলে জানিয়েছেন সানি। তবে ছবির নাম এখনও জানাননি ‘জিসম টু’খ্যাত এই তারকা।