মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক(সার্বিক)জিয়া লতিফুল ইসলাম ২টি কচ্ছপ অবমুক্ত করেন। থানার লেকে তিনি কচ্ছপ ২টি অবমুক্ত করেছেন। থানার সৌন্দর্য বর্ধনে তিনি ব্যক্তিগত উদ্দ্যেগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তাঁর সৃজনশীলতার প্রতিফলন ঘটছে থানার সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে। তাঁর একক প্রচেষ্টায় শাজাহানপুর থানা ডিজিটাল থানায় রুপান্তিত হয়েছে। কচ্ছপ জোড়া অবমুক্ত করার সময় তারঁ সঙ্গে ছিলেন, এসআই আব্দুল গফুর, রুম্মান হাসান, এএসআই আবু তাহের সাংবাদিক রুমেল আশরাফ শিপলু, সানোয়ার হোসেন প্রমূখ।