বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন বলে জানা গেছে।
সোমবার অপু বিশ্বাসের বাসায় এই তালাকনামা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল।
সাধারণত শাকিব খানের কোনো বিষয়ে গণমাধ্যমকে জানাতে মুখপাত্র হিসেবে কথা বলেন মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, অপু বিশ্বাসকে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মাধ্যমে তালাকনামা পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে শাকিব খানকে এসএমএস পাঠালে তিনি ফিরতি এসএমএসে বলেন, শুটিংয়ে আছি, পরে কথা বলছি। তবে বারবার চেষ্টা করেও অপু বিশ্বাসকে টেলিফোনে পাওয়া যায়নি।
গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী।
এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।