Logo




প্রিয়তমা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

প্রিয়তমা

তুমি স্বপ্ন, নাকি ধ্বংস
আমি বুঝিনা তোমার ভাষা
তুমি রংধনুর সাত রঙে আঁকা
নাকি আমার রক্তে রাঙা।
তুমি নীল হয়ে আছো
ওই দূর শূন্য পরবাসে
আমি তোমায় স্বপ্নে আঁকি
আমার মনের অন্তরালে।
তুমি মেঘ হও যদি
আমি হবো তোমার বৃষ্টি
আমার ভাবনায় তাই ছিলে তুমি
তুমি নিষ্ঠুর, তুমি ছলনাময়ী।

মাসুম হোসেন

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com