প্রিয়তমা
তুমি স্বপ্ন, নাকি ধ্বংস
আমি বুঝিনা তোমার ভাষা
তুমি রংধনুর সাত রঙে আঁকা
নাকি আমার রক্তে রাঙা।
তুমি নীল হয়ে আছো
ওই দূর শূন্য পরবাসে
আমি তোমায় স্বপ্নে আঁকি
আমার মনের অন্তরালে।
তুমি মেঘ হও যদি
আমি হবো তোমার বৃষ্টি
আমার ভাবনায় তাই ছিলে তুমি
তুমি নিষ্ঠুর, তুমি ছলনাময়ী।
মাসুম হোসেন