মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার : বগুড়া গাবতলিতে বাবার বাড়িতে শীতের পিঠা-পুলির দাওয়াতে এসে ধর্ষণের শিকার হলেন নববধু। ওই নববধুর প্রায় দেড় মাস পূর্বে বগুড়া শাজাহানপুর উপজেলায় বিয়ে হয়। এ বিষয়ে ধর্ষিতা নিজেই বাদী হয়ে আজ বুধবার জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত নং-২- এ একটি মামলা করেছে ( নং-৬ পি/২০১৮)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ওই নববধু ২৫ শে ডিসেম্বর তার বাবার বাড়ি গাবতলিতে স্বামী সহ শীতের পিঠা-পুলির দাওয়াতে যায়। ওই দিন দুপুরে প্রতিবেশী টিপু সুলতানের বাড়িতে দাওয়াতে গেলে সে ধর্ষিত হয়। নববধুকে একা পেয়ে মৃত-ওসমান আলীর পুত্র সুলতান তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। ধর্ষিত নববধু বিয়ের আগে সুলতানের বাড়িতে ঝিঁয়ের কাজ করতো।
অভিযুক্ত টিপু সুলতান জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।