মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ গত বুধবার বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী আলট্র্যা মডার্ণ কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বেজোড়া দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। ওই বিদ্যালয়ের সভাপতি আলহাজ জাফরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের উপদেষ্টা সাজেদুর রহমান মিলন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোর্শেদুল ইসলাম হিরু, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল বারী আউয়াল, শফিকুল ইসলাম মিঠু, ডাঃ সুবোধ চন্দ্র সরকার, বেজোড়া দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, বেতগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমূখ।