মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে পৃথক পৃথক ভাবে কাজ শুরু করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক) ও বগুড়া জেলা প্রশাসন। অপরদিকে ইউএনও’র অসহযোগিতা ও দুর্ব্যবহারের কারণে সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদ।
উপজেলা প্রকল্প উন্নয়ন অফিসের মাধ্যমে বরাদ্ধ দেওয়া ত্রানের টিআর কাবিখা অনিয়ম তদন্তে গত বুধবার উপজেলা পরিষদে আসেন বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)আলীমুন রাজীব। বগুড়া জেলা প্রশাসকের নির্দেশে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তদন্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজীম। তদন্তকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এর আগে গত সোমবার অনিয়মের অভিযোগ তদন্ত করেন দূর্নীতি দমন কমিশন (দুদক)’র একটি দল। তারা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি সংগ্রহ করেছেন।
বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলীমুন রাজীব জানান, সংসদ সদস্যর বরাদ্ধে অনিয়মের তদন্তে এসেছেন তিনি। এবিষয়ে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে।
দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) সুফিয়া নাজীম জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কাজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। অপরদিকে পেশাগত কাজে ইউএনও’র অসহযোগিতা ও দুর্ব্যবহারের কারণে ইউএনও মোঃ কামরুজ্জামানের অংশগ্রহনে যেকোন অনুষ্ঠানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদ। গত বুধবার দুপুরে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় উক্ত সিদ্ধান্ত নেয়া হয়।