Logo




নেই শিক্ষার্থী তবুও রয়েছে অভিভাবক ভোটার

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর উপজেলার বিরিকুল্যা দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিলে ভূয়া ভোটারের অভিযোগ উঠেছে। এবিষয়ে গতকাল বুধবার অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ওই মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত নির্বাচনী তফসিলে ১০৩জন শিক্ষার্থীর নাম থাকলেও প্রকৃত শিক্ষার্থী রয়েছে ২৭জন।
অভিযোগকারী আব্দুল মান্নান জানান, হালনাগাদ ভোটার তালিকা হাতে পাওয়ার পর সেখানে দেখা যায় ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত অধিকাংশ অভিভাবকের নামই ভূয়া রয়েছে। কাগজে কলমে অভিভাবকের নাম থাকলেও নেই শিক্ষার্থী। ইতিমধ্যে মনোনায়ন উত্তোলন ও জমা দেওয়া হয়েছে। ভূয়া ভোটার তালিকা থাকা নির্বাচনী তফসিল বাতিল করে নির্বাচন স্থগিত করার জোর দাবি জানিয়েছেন তিনি।
মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক জানান, নির্বাচনী তফসিলে কোন ভূয়া ভোটারের নাম নেই।
শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে নির্বাচনের প্রিজাইডিং অফিসারকে দাঁয়িত্ব দেওয়া হয়েছে।
প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান জানান, অভিযোগটি তিনি এখনও হাতে পাননি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com