স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুরে পানিতে ডুবে নিহত ছাত্রী সদেকিনা আকতারের রুহের মাগফিরাত কামনা করে গন্ডগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী এবং বনানী এলাকার আবু জাফরের মেয়ে। আজ বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল হক জুয়েলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলজার বানু, শিক্ষক পার্থ সারথী সরকার, তানভীর আহমেদ সরকারসহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক একেএম জিয়াউল হক জুয়েল জানান, গত সোমবার বাড়ির কাছাকাছি একটি পুকুরে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুকুরটি নতুন খনন করা হয়েছে এবং ওই দিনই পুকুরে পানি দেওয়া হয়েছিল।