এইধরনের ওষুধগুলি সাধারণত মানুষের খিদে কমিয়ে দেয় এবং ফ্যাট বার্ন হওয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। এতে একাধিক দীর্ঘস্থায়ী এবং জটিল রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে লিভারের কর্মক্ষমতা কমতে থাকে। ক্ষতি হয় প্যানক্রিয়াসেরও। এছাড়া, এর প্রভাবে দুশ্চিন্তা বেড়ে যাওয়া, বেশি ঘুম পাওয়া, পিরিয়ডসের সমস্যা, প্যালপিটেশনের মত নানা সমস্যা হতে পারে। খিদে কমে যাওয়ার ফলে অপুষ্টি, গা বমি ভাব, দুর্বল হয়ে যাওয়ার মত সমস্যাও দেখা দেয়।
তাই যতই সেই ওষুধকে আয়ুর্বেদিক বা চিকিৎসক দ্বারা প্রমাণিত বলে দাবি করা হোক, ওজন কমানোর ওষুধ কখনওই না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।