মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রেফতার হওয়া ৫ আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্যকে ২ দিন করে রিমান্ড নেওয়া হয়েছে। গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করলে ২দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুম্মান হাসান জানান, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে ঈদকে সামনে রেখে মহাসড়কে ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা সবাই আন্তজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয়মাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, রবিউল ইসলাম ও আলম মিয়া। এসময় তাদের ব্যবহৃত মিনি ট্রাক আটকসহ দেশীয় অস্ত্র ২টি হাসুয়া, ২টি কেচি, করাত ও রশি উদ্ধার করা হয়েছে।