ধরণীর পথে চলা বহুদিন ধরে
তবুও পাইনি খুঁজে আপন নীড়
বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে
খুঁজেছি ঠিকানা এই জগৎ সংসারে।
দেখেছি কত আলো-আধারের খেলা
বুঝিনি জীবন করেছি অযথায় অবহেলা
আজ হারিয়ে আপনাতে জেনেছি ঠিকানা
তাই খুঁজি পথ যা স্বপ্নে গড়া।
পথিক আমি এই ধরার বুকে
চলছি পথ তোমাদের মাঝে
আসুক যত বাধা থামবেনা পথচলা
যেতে হবে আপন নীড়ে।
মিছে মায়া ডোরে বাঁধিওনা আমায়
দিতে হবে পাড়ি সাত মকরালয়
নেই সময় যেতে হবে আমায়
ডেকোনা পিছু দাও বিদায়।
আজ জেনেছি কেন মন অশান্ত
মিটবেনা পিপাসা মোর যত আশা
না পাই যদি আপন ঠিকানা
অন্য পথে আজ আমি ক্লান্ত।
থাকবো না আর জগৎ মাঝে
হবো অতীত তোমাদের কল্পনাতে
পাব খুঁজে একদিন আপন ঠিকানা
আর শেষ হবে আমার পথচলা।
মাসুম হোসেন