স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৪ বোতল ফেন্সিডিলসহ নুরুজ্জমান নামে এক আমর্ড পুলিশ ব্যাটালিয়ান( এপিবিএন)-এর সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার(২০ সেপ্টেম্বর) শহরের বারপুর মোড়ে উপশহর ফাঁড়ির পুলিশের চেকপোষ্টে আটক হন ওই সদস্য। এ বিষয়ে সদর থানায় জিডি করা হয়েছে( জিডি নং-১৬৭২)। এপিবিএন সদস্য নুরুজ্জমান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ান-এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার মাদক বিরোধি অভিযানে শহরের বারপুর মোড়ে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছিলো। বিকেল সাড়ে ৪ টার দিকে মোটর সাইকেল আরোহি এপিবিএন সদস্য নুরুজ্জমানকে (কনস্টেবল নং-৪৬৪২) সিগন্যাল দিয়ে থামিয়ে তার দেহ তল্লাসী করা হয়। এ সময় তার পকেট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জমান জানান,এপিবিএন সদস্য নুরুজ্জমানকে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।