স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরেন্দ্র মোহন সাহা, ইউপি সদস্য আব্দুল মালেক প্রমুখ।
পরিদর্শনকালে ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, আমাদের দেশে সবাই সবার উৎসবে অংশগ্রহন করে।
তিনি আরও বলেন, দূর্গা পূজা উৎসবে আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পুলিশের একাধিক টিম উপজেলার পূজা মন্ডপ গুলোতে সার্বক্ষণিক দাঁয়িত্ব পালন করছে।