মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: ‘মাদক ছেড়ে খেলো করি সুখি সমৃদ্ধ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় শেষ হলো ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮’ উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। গতকাল সোমবার সন্ধ্যায় থানা চত্বরে চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল ও মিডিয়া) সনাতন চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। বক্তব্যে তিনি বলেছেন, ‘মাদক মুক্ত সমাজ গড়তে প্রতিটি এলাকায় খেলাধুলা অনুশীলনের ব্যবস্থা করতে হবে। সমাজের সৎ, যোগ্য ও আলোকিত মানুষরা এগিয়ে আসলে গ্রাম-গঞ্জে খেলাধুলা ছড়িয়ে পড়বে।’ শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সহকারি পুলিশ সুপার হেলেনা খানম, সহকারি পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শেরপুর থানার ওসি হুমায়ন কবির, ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, মোজাফ্ফর রহমান, আব্দুল্লাহ্ আল ফারুক, আতিকুর রহমান, পৌর কাউন্সিলর খোরশেদ আলম, এসআই রুম্মান হাসান, এসআই জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। চুড়ান্ত প্রতিযোগিতায় বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডকে হারিয়ে গোহাইল ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।