বগুড়া প্রতিনিধি র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ নভেম্বর বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন সাদুল্যাপুর গ্রামস্থ জনৈক রাজ্জাকের রাড়ীর উত্তর পাশের পুকুরপাড় বাঁশ ঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১,৮৪০/-(এক হাজার আটশত চল্লিশ) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আতাউর রহমান (২৬), পিতা মোঃ মফিল উদ্দিন সাং গোপালঝাড় চর ভরট থানা জলঢাকা জেলা নীলফামারী অ/চ দুলাভাই মোঃ সুলতান সাং পশ্চিম রামচন্দ্রপুর থানা পাঁচবিবি জেলা বগুড়া, ২। মোঃ মোতালেব হোসেন জিয়া (৩৫), পিতা মৃত আব্দুস সাত্তার, সাং কুটাহারা (বাগজানা), থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট, ৩। মোঃ জাহিদুল সওদাগর (৪৪) পিতা মোঃ দুদু সওদাগর সাং রতনপুর উত্তরপাড়া থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট, ৪। মোছাঃ সুবর্ণা খাতুন (২০) পিতা মোঃ হাফিজার রহমান সাং বন্তেঘড়ি উত্তরপাড়া থানা শিবগঞ্জ জেলা বগুড়া। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে মোঃ আতাউর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।