বীর
=====
নিশূতীর মাঝে মাতি উল্লাসে
ধরায় সহসা তোমারি জাগরণে
তুমি বীর, তুমি পালোয়ান
তুমি প্রদীপ, মনুষত্ব্যর মহাসংকটে।
তুমি হীনা রিক্ত নীরধী
যেন তা কালোনিদ্রার মরুভূমি
অভিক তুমি ললিত কর
ধরণী, সুকৃত হবে মাটি।
তুমি বীর, তুমি পালোয়ান
তুমি হাজারো জনতার জয়গান
পূর্ব আকাশে তোমার উদয়
অস্ত যাও হয়ে সুধাময়।
তুমি নিজেকে কর উজার
কর পরাজয়, যত অন্যায়
আকাশ-পাতাল পার হয়ে
তুমি আনবে ছিনিয়ে জয়।
তুমি এক ঝড় হাওয়া
অচেনা পথিকের পথে চাওয়া
তুমি বীর, তুমি পালোয়ান
তুমি হাজারো মানবের জয়গান।
তুমি প্রদীপ্তি, দিবে দাঁড়
আছে যত দু:শাসন অন্যায়
করবে তুমি সত্যর অবিনয়
যত মন্দ করবে পরাজয়।
পথে মানবের ক্ষুধার্ত জীবন
তুমি আহার, শান্তি অফুরন্ত
অত্যাচারের দাসত্ব হবে দূর
তুমি মজুরের হাসি সুমধুর।
তুমি প্রলয়, করবে ধ্বংস
আছে যত অন্যায় নৃশংস
মানবেনা বাধা, না বারণ
তুমি সত্যর করবেই জাগরণ।
তুমি জেগেছো অনেক রাত
ঘুমিয়েছে জনতা, উঠেছে সূর্য
তুমি বীর, তুমি পালোয়ান
তুমি মানবতার মুক্তির জয়গান।
মাসুম হোসেন