বগুড়ায় চকলোকমানে রাত ১১টায় দুজন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে কলেজ ছাত্র জোবায়ের কে রাস্তায় আটকে পুলিশের পরিচয় দেয় এবং থানায় নিয়ে যাওয়ার কথা বলে।
এরপর তার কাছে থাকা ২০০০ টাকা হাতিয়ে নেয়।
তারা উক্ত জায়গা ত্যাগ করার কিছুক্ষণের ভিতর বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক “তাকবীর ইসলাম খান” সেখানে উপস্থিত হয় এবং সব ঘটনা শুনে ছিনতাই কারীদের ধাওয়া করে। একটু দুরেই তাদের গতিরোধ করে এবং তাদের পরিচয় জানতে চায়।
তারা তখন নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। তবে তাদের কাছে পুলিশের কোন পরিচয়পত্র না থাকায় তাদের আটক করে বনানী ফাড়ীর ইন্সপেক্টর তারিকুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামানের তত্ত্বাবধানে জানা যায় তারা ছিনতাই কারী এবং পুলিশের নাম ভেংগে এসব করত।
পরে ছিনতাই করা টাকা ও একটি বাইক উদ্ধার হয়।
ছিনতাইকারীদের নাম মাহমুদুর জয় ও পাপ্পু।