স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর নৌকা মার্কার সমর্থনে শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, আ.লীগনেতা ফরিদুল ইসলাম মুক্তা, ফজলুল হক মোল্লা, নাছির উদ্দিন বাবলু প্রমুখ।