Logo




শাজাহানপুরে পরিবেশ দূষণ রোধে গ্রামবাসির অভিযোগ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ১ এপ্রিল, ২০১৯

শাজাহানপুরে পরিবেশ দূষণ রোধে গ্রামবাসির অভিযোগ

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পরিবেশ দূষণ রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসিরা। গত ২৭ মার্চ উপজেলার মাদলা ইউনিয়নের বলদিপালান ও কাজিপাড়া গ্রামের ৭ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৮ ধারায় পরিবেশ আইন অমান্য করে মাদলা ইউনিয়নের বলদিপালান গ্রামের মো. আবদুল আলীম জনবসতিপূর্ণ এলাকায় একটি পোল্ট্রিফার্ম নির্মাণ করছেন। এতে পরিবেশের মারাত্বক ক্ষতি হবে। আশপাশের বাসিন্দাদের বসবাস কষ্টকর হবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। একাধিক গ্রামবাসি আবদুল আলীমকে এ বিষয়ে অবহিত করলেও তিনি(আবদুল আলীম) কোন কথা শুনছেন না।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুন’র সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com