বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, ব্যাংকের সুযোগ সুবিধা গ্রহণের জন্য বেশি বেশি করে লেনদেন করতে হবে। গ্রহকদের সুবিধার জন্য ব্যাংকের সেবা গ্রামে পৌঁছেছে। এজন্য সকল গ্রাহকের উচিৎ টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা। তাহলেই অর্থ নিরাপদ থাকবে। বর্তমান সরকার গ্রাহকদের অর্থ নিরাপত্তার জন্য গ্রামে গঞ্জে ব্যাংকে লেনদেনের ব্যবস্থা গ্রহণ করেছে। এভাবেই একদিন গ্রাম শহরের পরিণত হবে। সেদিন আর বেশি দুরে নয়।এ.ভি.পি ও হেড অব ব্যাংক এশিয়া বন্দে আলী রতন এর সভাপতিত্বে শবিবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে ব্যাংক এশিয়া এজেন্ট শাখার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন, আলহাজ্ব শফিকুল আলম মঞ্জু,রেজাউল করিম, পইকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু চৌধুরী, নামুজা নিডো নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন বিজয়, রহিমা বেগম, আব্দুল হান্না, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, বগুড়া পশ্চিম ব্যাংক এশিয়ার টিম লিডার মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগ সদস্য আবু সালেক।